জাতীয় দল থেকে বাদ পড়ার পর সামাজিকমাধ্যমে ‘নো মোর ক্রিকেট’ লিখে আলোচনায় এসেছিলেন নারী ক্রিকেটার রুমানা আহমেদ। মাঝে সুযোগ পেলেও আবারও বাদ পড়েন। গত তিন বছর ধরে কোনো দলেই সুযোগ পাননি এই টাইগ্রেস অলরাউন্ডার। এবার ক্যারিয়ার ধ্বংসের অভিযোগ এনে এক পোস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ন্যায়বিচার চাইলেন তিনি।

মঙ্গলবার (২০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন দাবি করেন ক্রিকেটার রুমানা।

খোলা চিঠির মতো করে বিসিবির কাছে তিনি লেখেন, বিসিবির সম্মানিত অভিভাবকগণ। আমি খেলি কিংবা না খেলি, এই অনৈতিকতা ও অরাজকতা চলতে পারে না। দয়া করে নির্দিষ্ট করে কিছু বলুন। কোনো কারণ ছাড়াই তিন বছর (না খেলানো) মজার কিছু নয়!

রুমানা আরও যোগ করেন– আমার রেকর্ড বলছে, আমি বাজে ক্রিকেট খেলি না এবং অনৈতিক কিছুও করিনি। সিনিয়রিটি কখনও অভিশাপ হতে পারে না। আমার উজ্জ্বল ক্যারিয়ার ধংসের পেছনে যারা জড়িত, তাদের বিচার করতেই হবে।

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক রুমানার। ফিটনেস ইস্যু টেনে বছর তিনেক আগে দল থেকে বাদ পড়েন এই অলরাউন্ডার। এরপর আর সুযোগ পাননি বাংলাদেশ নারী দলের হয়ে ৫০ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার।

নব্বই দশক থেকে বার্সেলোনা নিজেদের মাঠে মাত্র দুবার লা লিগার শিরোপা জয় নিশ্চিত করতে পেরেছে। কিন্তু একুশ শতকে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের মাঠে তার চেয়ে বেশিবার লিগ শিরোপা জয় নিশ্চিত করেছে।

২০১৩ সালে এস্পানিওলের মাঠে রিয়াল মাদ্রিদ ড্র করায় লিগ নিশ্চিত হয়েছিল বার্সার। ২০২৩ সালে এস্পানিওলের মাঠেই লিগ জয় নিশ্চিত হয়েছিল গাভি-পেদ্রিদের। আর এবারও এস্পানিওলকে তাদেরই মাঠে হারিয়ে নিজেদের ২৮তম লিগ শিরোপা জয় নিশ্চিত করলো হান্সি ফ্লিকের দল। সর্বোচ্চ ৩৬বার লিগ চ্যাম্পিয়ন রিয়াল।

বার্সেলোনার সামনে সহজ হিসাব ছিল। এস্পানিওলকে তাদের মাঠে হারাতে পারলেই চ্যাম্পিয়ন। আরসিডিই স্টেডিয়ামে লামিন ইয়ামাল জাদুতে বার্সা তা করতে সক্ষমও হলো। ইয়ামাল গোল করলেন, করালেন, কেড়ে নিলেন সব আলো। তার জাদুতে ভর করেই নগর প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিলো ২-০ গোলের ব্যবধানে। বার্সা হলো চ্যাম্পিয়ন!

এই জয়ে বার্সার পয়েন্ট দাঁড়ালো ৮৬, যা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ৭ পয়েন্ট বেশি। হাতে আছে মাত্র দুটি ম্যাচ, ফলে আর কোনোভাবেই ফ্লিকের দলকে রিয়ালের পক্ষে ধরা সম্ভব নয়।

এতে বার্সা কোচ হিসেবে প্রথম মৌসুমেই দারুণ সাফল্য পেলেন ফ্লিক। ক্লাবটিতে অভিষেক মৌসুমেই জিতলেন কোপা দেল রে, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। এমন সফল মৌসুমে শুধু চ্যাম্পিয়নস লিগটাই অধরা রয়ে গেল এই জার্মান কোচের।

বার্সাকে অবশ্য ম্যাচে গোলের অপেক্ষায় থাকতে হয়েছে ৫৩ মিনিট পর্যন্ত। ইয়ামাল ডান পাশ থেকে ভেতরে এসে বাম পায়ের বাঁকানো শটে গোল করেন, যা ইউরো সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে করা তার গোলের কথাই মনে করিয়ে দিচ্ছিল। এরপর ৯৫ মিনিটে তার পাস থেকে ফেরমিন লোপেজের গোলে নিশ্চিত হয় জয়।

শেষ দিকে এস্পানিওল ১০ জনের দলে পরিণত হয়। লিয়ান্দ্রো কাবরেরা ইয়ামালের পেটে কনুই মেরে লাল কার্ড দেখেন। এক খেলোয়াড় কম নিয়েও অবশ্য স্বাগতিকরা বার্সাকে চেপে ধরেছিল, কিন্তু এদিন ভবিতব্য লিখে রেখেছিল বার্সার চ্যাম্পিয়ন হওয়ার গল্প।

রিয়াল মাদ্রিদের হেড কোচ কার্লো আনচেলত্তি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলের নতুন হেড কোচ হতে যাচ্ছেন। ৬৫ বছর বয়সী এই ইতালীয় কোচ লা লিগা মৌসুম শেষে আগামী ২৬ মে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের দায়িত্ব নেবেন।
চলতি মৌসুমটা একেবারেই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। একের পর এক শিরোপা হাতছাড়া হওয়ায় দিশেহারা কার্লো আনচেলত্তি। শিরোপাশূন্য মৌসুম শেষের শঙ্কায় আছে ইউরোপের সফলতম ক্লাবটি।
জাবি আলোনসো রিয়াল মাদ্রিদের নতুন হেড কোচ হিসেবে যোগ দেওয়ার চুক্তিতে সম্মত হয়েছেন। স্প্যানিয়ার্ড এই কোচ প্রাথমিকভাবে গ্যালাক্টিকোদের সাথে তিন বছরের চুক্তিতে স্বাক্ষর করতে চলেছেন বলে দাবি করেছে বেশ কিছু স্প্যানিশ গণমাধ্যম।
এদিকে, চলতি বছরে বুন্দেসলিগা মৌসুম শেষে, কার্লো আনচেলত্তির স্থানে দায়িত্ব গ্রহণ করবেন জাবি আলোনসো। খবরটি নিশ্চিত করেছেন ফুটবল বিষয়ক সংবাদিক ফাব্রিজিও রোমানো। তার মতে, রিয়াল মাদ্রিদ ও আলোনসোর মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে, যেখানে সান্তিয়াগো বার্নাব্যুতে তার কোচিং স্টাফ চূড়ান্ত করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। রিয়াল মাদ্রিদ পরিকল্পনা করছে, আলোনসো এই গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন।
এদিকে, নিজের উত্তরসূ্রী হিসেবে জাভি আলোনসোকে রিয়াল মাদ্রিদের ডাগআউটে দেখতে বেমানান লাগবে না বলে জানিয়েছেন কার্লো আনচেলত্তি।
কার্লো আনচেলত্তি বলেন, আমি জানতে পেরেছি যে, আলোনসো বায়ার লেভারকুজেন ছাড়ছে। সে অবিশ্বাস্য কাজ করেছে এবং তার জন্য দরজা খোলা আছে। কারণ সে প্রমাণ করেছে যে, সে বিশ্বের সেরাদের মধ্যে একজন।

কানাডিয়ান প্রিমিয়ার লিগে হ্যালিফিক্স ওয়ান্ডারার্সকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশি ফুটবলার শমিত সোমের ক্যাভালরি এফসি। গোলের দেখা না পেলেও গোল করিয়েছেন শমিত সোম।

ম্যাচের প্রথমার্ধেই পেনাল্টি থেকে ক্যাভালরিকে এগিয়ে দেন টোবিয়াস ওয়ারচেস্কি। সেই পেনাল্টি আদায় করেন আলি মুসি। এরপর ৮৩ মিনিটে স্কোরশিটে নিজের নাম লেখান মুসি। এর এক মিনিট পরেই শমিত সোমের অ্যাসিস্ট থেকে গোল করে হ্যালিফিক্সের কফিনে শেষ পেরেক ঠোকেন মুসি।

গোল না পেলেও পুরো ম্যাচে ৮৯% পাস অ্যাকুরেসি ছিলো শমিতের। অ্যাসিস্টের পাশাপাশি ম্যাচে ২টি বড় সুযোগ তৈরি করে দিয়েছিলেন তিনি। ৫ বার বল পাঠিয়েছেন প্রতিপক্ষের ফাইনাল থার্ডে। ক্রসিংয়েও সফল ছিলেন শমিত।

এই ম্যাচে জয়ের পর ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে শমিতের দল।

শমিত সোমের জন্ম ও বেড়ে ওঠা কানাডায় তবে তার মা-বাবা বাংলাদেশি। ২০২০ সালে কানাডা জাতীয় দলের হয়ে ২টি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার।

সব ঠিক থাকলে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে শমিত সোমের।

আগামী রোববার (১১ মে) হিমাচল প্রদেশের ধরমশালায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনায় ম্যাচের স্থান পরিবর্তন করা হয়েছে।

ওই ম্যাচটির স্থান পরিবর্তিত হয়ে পশ্চিমাঞ্চলীয় গুজরাত রাজ্যের আহমেদাবাদে স্থানান্তরিত হয়েছে। ভারতের গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল জানিয়েছেন, মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচটির স্থান বদল করা হয়েছে।

পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের প্রেক্ষিতে ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর আগামী ১০ মে পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে ধরমশালার বিমানবন্দরও।

তবে ধরমশালা স্টেডিয়ামে বুধবারের নির্ধারিত ম্যাচটি খেলা হবে। পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস্- এর মধ্যে এই ম্যাচটির যে স্থান পরিবর্তন করা হচ্ছে না, তা কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন। দুই দলই প্র্যাকটিসের জন্য কয়েকদিন আগেই ধরমশালায় পৌঁছিয়ে গেছে।

তিন মাস পূর্বে ৩৬ নারী ফুটবলারের সঙ্গে ছয় মাসের চুক্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু তখন চুক্তিবদ্ধ হননি জাতীয় দলের প্রধান কোচ পিটার বাটলারের সঙ্গে বিদ্রোহ করা কেউই। অবশেষে চুক্তিতে ফিরলেন সাবিনা-সানজিদারা। বাংলাদেশ নারী ফুটবল দলের ‘বিদ্রোহী’ ১৮ ফুটবলারকে ৬ মাসের জন্য কেন্দ্রীয় চুক্তির আওতায় এনেছে বাফুফে।

আজ সোমবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান ও নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ। ফলে চুক্তিবদ্ধ খেলোয়াড়ের সংখ্যা বেড়ে এখন হয়েছে ৫৪ জন।

চুক্তি স্বাক্ষরকারীদের মধ্যে ৮ ফুটবলার কোচ পিটার বাটলারের অধীনে চলমান ক্যাম্পে আছেন। তারা হলেন– শিউলি আজিম, তহুরা খাতুন, মোসাম্মাৎ সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র, নিলুফা ইয়াসমিন, স্বর্ণা রানী, সাথী বিশ্বাস ও নাসরিন আক্তার।

বাকি ১০ জন ভুটানের লিগে খেলতে যাওয়ায় দেশে নেই। তারা হলেন– মনিকা চাকমা, মাসুরা পারভীন, মারিয়া মান্দা, মাতসুশিমা সুমাইয়া, শামসুন্নাহার সিনিয়র, কৃষ্ণা রানী, রুপনা চাকমা, সানজিদা আক্তার, সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমা।

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে শিরোপা নিশ্চিতের ঠিক পরের ম্যাচেই চেলসির বিপক্ষে খেই হারিয়েছে লিভারপুল। ৭ গোলের ধ্রুপদী লড়াইয়ের অন্য ম্যাচে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

রোববার (৪ মে) আলাদা ম্যাচে মাঠে নামে অলরেডস ও রেড ডেভিলরা।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে অলরেডদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে চেলসি। খেলার ৩ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। পেদ্রো নেতোর দারুণ ক্রসে বক্সের ভেতর বল পেয়ে ঠান্ডা মাথায় তা জালে জড়ান এনজো ফার্নান্দেজ। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় চেলসি।

বিরতির পর ম্যাচে ৫৬তম মিনিটে আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় চেলসি। খেলার শেষদিকে লিভারপুলের হয়ে অধিনায়ক ফন ডাইক শোধ করেন এক গোল। আর ইনজুরি টাইমের ৬ষ্ঠ মিনিটে স্পট কিক থেকে পাওয়া গোলে চেলসির বড় জয় নিশ্চিত করেন পালমার।

শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দ্য ব্লুজ।

লিগের অপর ম্যাচে ব্রেন্টফোর্ডের মাঠে প্রতিপক্ষের কাছে ৪-৩ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্বাগতিকদের মাঠে শুরুটা অবশ্য ভালো করেছিল রেড ডেভিলরা।

ম্যাচের ১৪তম মিনিটে গারনাচোর অ্যাসিস্ট থেকে দলকে ১-০ গোলের লিড এনে দেন ম্যাসন মাউন্ট। ২৭ মিনিটে আত্মঘাতী গোলের কল্যাণে সমতায় ফেরে ব্রেন্টফোর্ড। ৬ মিনিট পর কেভিন শাডের ফিনিশিংয়ে ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

ম্যাচের ৭০তম মিনিটে এই জার্মান মিডফিল্ডারের দ্বিতীয় গোলে আবারও এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। আর ৭৪ মিনিটে ইয়োনে উইসা’র ফিনিশিংয়ে ৪-১ গোলের লিড নেয় স্বাগতিকরা।

শেষদিকে দুই গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড।

উল্লেখ্য, ৩৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে চেলসি। সমান সংখ্যক ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে রেড ডেভিলরা।

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ৩৫তম ম্যাচ ডে’তে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। উলভার হ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে পেপ গার্দিওলার দল। এখন পর্যন্ত শীর্ষ পাঁচ দলের মধ্যে এক ম্যাচ বেশি খেলেছে সিটি। তালিকার চার ও পাঁচে থাকা নিউক্যাসল ও চেলসির পয়েন্ট যথাক্রমে ৬২ ও ৬০।

শুক্রবার (২ মে) নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে উলভসকে আতিথ্য দেয় ম্যান সিটি।

ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের বিপক্ষে দুর্দান্ত শুরু করে উলভস। সিটি গোলরক্ষক এডারসনকে কিছু সময়ের জন্য একা পেয়েও গোল করতে পারেননি জিন বেলেগার্ড ও মার্শাল মুনেতসি। কয়েক মিনিট পর, রায়ান নুরির শট সিটির ফার পোস্টে লেগে প্রতিহত হলে আবারো গোল বঞ্চিত হয় দলটি।

তবে ক্রমশই ম্যাচে ফেরে সিটিজেনরা। ডকুর অ্যাসিস্টে ম্যাচের ৩৫তম মিনিটে সিটিজেনদের হয়ে লিড নেন ক্যাভিন ডি ব্রুইনা। ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধেও গোল পেতে পারতো উলভস। কিন্তু এবারও ভাগ্য সহায় হয়নি। ম্যাথিয়াস কুনার শট এবার ফিরে আসে নেয়ার পোস্টে লেগে। সিটিও ব্যবধান বাড়িয়ে নিয়ে একাধিক আক্রমণ চালায়। তবে দু’দলের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় উভয় দলের ফরোয়ার্ডরা।

আগামী শনিবার (১০ মে) সাউদাম্পটনের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে ম্যানসিটি।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনা বনাম ইন্টার মিলান ম্যাচটি দারুণ নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হল। বৃহস্পতিবার (১ মে) বার্সেলোনার ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল দল দুটি।

রোমাঞ্চকর সেই ম্যাচে যেন সবুজ গালিচায় ফুল ফোঁটালেন দুই দলের ফুটবলাররা। আক্ষরিক অর্থেই একটি দুর্দান্ত ফুটবল ম্যাচ উপভোগ করলেন গোটা বিশ্বের ফুটবলপ্রেমী জনতা। তবে শেষপর্যন্ত ম্যাচ শেষ হয় ৩-৩ ফলাফল নিয়ে।

এদিন শুরু থেকেই জমে এই হাইভোল্টেজ সেমিফাইনালের লড়াই। আর ঠিক ম্যাচ শুরুর কয়েক মুহূর্তের মধ্যেই গোল পেয়ে যায় ইন্টার মিলান। খেলার ১ মিনিটের মধ্যেই, মার্কাস থুরামের গোলে লিড নেয় ইন্টার। শুরু হয়ে যায় সমর্থকদের মধ্যে উল্লাস। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে এত আগে গোল হতে পারে তা হয়ত কেউ ভাবতেই পারেনি।

তবে পাল্টা লড়াইতে ফিরে আসার চেষ্টা করে বার্সেলোনাও। লামিনে ইয়ামাল থেকে র‍্যাফিনহা কিংবা ডি জং, লাগাতার আক্রমণ তুলে আনতে থাকেন ইন্টার রক্ষণের উপর। রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে দুই দলের মধ্যে। ম্যাচের ১৫ মিনিটে, ফ্রি-কিকও পায় বার্সেলোনা। কিন্তু মার্টিনের নেওয়া সেই ফ্রি-কিক থেকে বিপদ কিছু ঘটেনি।

কিন্তু খেলার ২১ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে দুরন্ত ব্যাকভলিতে গোল করে যান ডেনজেল ডামফ্রিজ। সেইসাথে ম্যাচে ইন্টার মিলান এগিয়ে যায় ২-০ ব্যবধানে।

কিন্তু বার্সেলোনাও যে হাল ছাড়ার পাত্র নয়। খেলার ২৪ মিনিটে, লামিনে ইয়ামাল ম্যাজিক শুরু। ডানপ্রান্ত দিয়ে গতি বাড়িয়ে ইন্টার ডিফেন্ডারকে পাশ কাটিয়ে সোজা ঢুকে পড়েন বক্সে এবং বাঁ-পায়ের জোরালো শটে গোল করে যান এই ম্যাজিক বয়। আর সেই গোলের সুবাদেই ২-১ এ দাঁড়ায় ম্যাচের ফলাফল।

খেলার ৩৮ মিনিটে, পেদ্রির ঠিকানা লেখা ক্রস দক্ষতার সঙ্গে রিসিভ করে অনবদ্য গোল করে যান ফেরান টোরেস। আর সেই গোলের সুবাদেই ম্যাচে সমতা ফেরায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে ম্যাচ আরও নাটকীয় মোড় নেয়। খেলার ৬৩ মিনিটে, কর্নার থেকে আসা বলে দুরন্ত স্পট জাম্প দিয়ে হেডে অনবদ্য গোল করে যান সেই ডেনজেল ডামফ্রিজ। গোটা ম্যাচে তিনি আলাদামাত্রায় ছাপ রাখেন এদিন এবং তাঁর এই গোলের সুবাদেই ইন্টার এগিয়ে যায় ৩-২ ব্যবধানে।

তবে সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ৬৫ মিনিটে, দানি অল্মো বাঁদিক থেকে একটি কর্নার নেন এবং বল বাড়ান বক্সের বাইরে দাঁড়িয়ে থাকা ইয়ামালের দিকে। এরপর ইয়ামাল এই বলকে নিয়ে র‍্যাফিনহাকে পাস বাড়ান। আর সেই বল পেয়ে, দূরপাল্লার জোরালো শট নেন র‍্যাফিনহাকে। কিন্তু সেভ করতে গিয়ে নিজের জালেই বল জড়িয়ে দেন ইন্টার গোলকিপার সমার। ম্যাচে সমতা ফেরায় বার্সেলোনা। খেলার ফলাফল তখন হয়ে যায় ৩-৩।  

আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার আট মাস হতে চললেও ইতোমধ্যে নানা কারণে তোপের মুখে পড়তে হয়েছে এই সাবেক ক্রিকেটারকে। সম্প্রতি বিসিবির টাকা স্থানান্তরের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।

তবে এসব কিছুর মাঝেই ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে সভাপতি পদে লড়াই করার ঘোষণা দিয়েছেন ফারুক আহমেদ। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে দেওয়াকে এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি।

সম্প্রতি একক সিদ্ধান্তে বিভিন্ন ব্যাংকে বিসিবির স্থায়ী আমানত (এফডিআর) স্থানান্তরের অভিযোগ উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির ওপর। সেই সঙ্গে তার নামের পাশে দুর্নীতির অভিযোগ তোলাও হচ্ছে। কিন্তু এসব বিষয়কে ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

ফারুক আহমেদ বলেন, এগুলো ভিত্তিহীন। আমার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এফডিআর স্থানান্তর নিয়েও যে দুইটি নিউজ করার হয়েছে তাতে তথ্যের অনেক পার্থক্য রয়েছে। আমার কাছে মনে হয়, সামনে নির্বাচন তাই একটি পক্ষ কিছু জিনিস বিতর্কিত করতে চাচ্ছে।

এবারের বিপিএলের ১৩ কোটি টাকার টিকিট বিক্রি করেছে বিসিবি। এই কথা উল্লেখ করে তিনি বলেন, দেখেন অনেকে সমালোচনা হচ্ছে। আমি মানছি কিছু কারণও রয়েছে। তবে আমাদের ভালো দিকগুলো কেউ তুলে ধরেছে না। আমরা এবার বিপিএলে ১২ কোটি টাকার টিকিট বিক্রি করেছি, যা আগে ৮ আসরের সমান। আগের আট আসরে টিকিট বিক্রি হয়েছে ১০ কোটি।

‘এটা তো কেবল শুরু হয়েছে। আরও অনেক কিছু আছে আস্তে আস্তে সামনে আসবে। এফডিআর স্থানান্তরের জন্য এত সমালোচনা হচ্ছে, কিন্তু এটার জন্য আমরা প্রতিমাসে কয়েক কোটি টাকা বেশি লাভ করব। সেগুলোকে বিতর্কিত করা জন্য একটি পক্ষ কাজ করছে হয়তো।’

নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, একটি পক্ষ দুর্নীতি চালিয়ে যাওয়া বা করার জন্য অপেক্ষা করছে। আর আমাদের তো কোনো এজেন্ডা নেই ক্রিকেটের ভালো করা ছাড়া। তাই আগামী নির্বাচনে লড়াই করব।

উল্লেখ্য, আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নির্বাচন।

এবার হত্যার হুমকি পেলেন ভারত জাতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। মেইল বার্তায় তাকে এই হত্যার হুমকি দিয়েছে ‘আইএসআইএস কাশ্মীর’ নামের একটি সংগঠন।

হুমকি পাওয়ার পর দিল্লির রাজিন্দরনগর পুলিশ স্টেশন ও ডিসিপি সেন্ট্রাল দিল্লিকে জানিয়েছেন বিজেপির সাবেক সংসদ সদস্য গম্ভীর। তার অভিযোগ এফআইআর হিসেবে নিতেও অনুরোধ করেন ভারতের সাবেক এই ওপেনার।

গম্ভীর আইনশৃঙ্খলা বাহিনীকে তার ও তার পরিবারকে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। চটজলদি ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে দিল্লি পুলিশ।

ভারত শাসিত কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার নিন্দা জানিয়ে কঠোর বার্তা দিয়েছিলেন গৌতম গম্ভীর। এরপরই হত্যার হুমকি পেলেন ভারতীয় হেড কোচ।

এর আগে, ২০২১ সালের নভেম্বরে সংসদ সদস্য থাকা অবস্থাতেই এমন মেইল পেয়েছিলেন ভারতের সাবেক এই ওপেনার।