১৯ বছর বয়সি উইঙ্গার রুনি বার্দগিকে দলে নিয়েছে বার্সেলোনা। তবে সুইডিশ বয়সভিত্তিক দলের এই ফুটবলারকে নিতে কত টাকা ট্রান্সফার ফি দিয়েছে, তা জানায়নি কাতালান ক্লাবটি।

কুয়েতে জন্ম নেয়া এই সুইডিশ ফুটবলারকে এফসি কোপেনহেগেন থেকে চার বছরের চুক্তিতে দলে নিয়েছে বার্সা। ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত হ্যান্সি ফ্লিকের দলের সঙ্গে থাকবেন এই উইঙ্গার।

এরআগে, ২০২০ সালে কোপেনহেগেনের বয়সভিত্তিক দলে যোগ দেয়ার দুই বছরের মধ্যেই ক্লাবটির মূল দলে জায়গা করে নেন বার্দগি। কোপেনহেগেনের হয়ে তিনটি ডেনিশ লিগ ও দুটি ডেনিশ কাপ জিতেছেন তিনি। দলটির হয়ে মোট ৮৪টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১৫টি এবং অ্যাসিস্ট করেছেন একটি।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব