কক্সবাজার-বান্দরবানের পর দেশ গড়তে জুলাই পদযাত্রার ২০তম দিনে রাঙামাটিতে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২০ জুলাই) শহরের শিল্পকলা একাডেমি, বনরূপা পুলিশবক্স প্রাঙ্গন ও বাজার এলাকায় জনসংযোগ করবে তারা।
এদিন চট্টগাম থেকে রওনা দিয়ে বেলা ১টার পর রাঙামাটি শহরে পোঁছায় এনসিপি নেতারা। দিনের শুরুতে চট্টগ্রামে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জুলাই শহীদ ও আহতদের জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থান সেল গঠন করা হচ্ছে। এনসিপি জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ পরিবারের পাশে আছে এবং সবসময় থাকবে।
পাঁচ আগস্টের মধ্যে সরকারের পক্ষ থেকেই জুলাই ঘোষণাপত্র দেয়া হবে বলেও এসময়য় আশাবাদ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র হলে গণঅভ্যুত্থান একটি আইনি স্বীকৃতি পাবে।
রাঙামাটিতে পদযাত্রা শেষে আবারও চট্টগ্রামে ফিরবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। বিকেলে চট্টগ্রামে পদযাত্রা ও পথসভা করবে দলটি।