যারা জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করতে চায় তাদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন যত দেরি হবে তত তাদের সুবিধা, কিন্তু বাংলাদেশের জন্য তো সুবিধা না। জনগণের কাছে দায়বদ্ধ, জবাবদিহিমূলক সরকার না হলে সংকট বাড়বে, কঠিন থেকে কঠিনতর হবে সব কিছু। এভাবে চলতে পারে না। সবকিছুর একটা মেয়াদোত্তীর্ণ তারিখ আছে।
গণফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর প্রয়াণে সোমবার (১৪ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউটে স্মরণ সভায় তিনি এসব কথা বলেছেন।
আমীর খসরু বলেন, যারা নির্বাচন ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে তারা একটি প্রক্রিয়ার সাথে জড়িত। তারা বাংলাদেশে নির্বাচন চায় না। তারা মনে করছে, নির্বাচিত সরকার এলে তাদের জন্য সুযোগ-সুবিধা থাকবে না। বিভিন্ন বন্দোবস্তের নামে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে , তাদেরকে ক্ষমতা দেয়া হয় নাই, পরিষ্কার কথা। বাংলাদেশ সঠিক পথে না চললে আবারও বিপর্যয় নেমে আসবে।
তিনি আরও বলেছেন, আপনারা রাজনৈতিক দল গঠন করে প্রেশার গ্রুপের ভূমিকা পালন করবেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করবেন সেটি গ্রহণযোগ্য হতে পারে না। আর মৌলিক পরিবর্তন আপনার জন্য যেটা, অন্য দলের জন্য তা না-ও হতে পারে।