রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করা যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার পটুয়াখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৬ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী।
আটক যুবকের নাম রেজওয়ান উদ্দিন অভি। এ নিয়ে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে ৯ জন।
সোহাগ দীর্ঘদিন মিটফোর্ড এলাকায় চোরাই তারের ব্যবসা করতো জানিয়ে ডিএমপি কমিশনার জানান, সোহাগকে হত্যার আগে হত্যাকারীরা মবের পরিবেশ তৈরি করেছিল দুর্বৃত্তরা। এই ব্যবসায়ীক দ্বন্দ্বেই পরিকল্পিতভাবে হত্যা করা হয় তাকে।