গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে এনসিপি। পাশাপাশি এ ঘটনায় প্রশাসনের ভূমিকার বিভাগীয় তদন্ত ও দলটির পদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে বাংলামোটরে দলটির কার্যালয়ে এ দাবি জানান নেতারা।
এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজামউদ্দিন বলেন, গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের দায়িত্বশীলতার অভাব ছিল। হামলার বিষয়ে অন্তর্বর্তী সরকার উদাসীন। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টাও এর দায় এড়াতে পারেন না। এই উদাসীনতা জুলাই যোদ্ধাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এ বিষয়ে আরও সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি।
নেতারা বলেন, আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৪টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয়ে প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার না করা পর্যন্ত কর্মসূচি চলতে থাকবে বলেও জানান নেতারা।