জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম কারণ ছিল কর্মসংস্থানের অভাব। এখনও সেই সমস্যার বড় সমাধান হয়নি। রাতারাতি পরিস্থিতি বদলে ফেলা কঠিন, এমন মন্তব্য করেছেন শ্রম, কর্মসংস্থান ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে নতুন উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও ইউএনডিপির কর্মশালায় যোগ দেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বেকারত্ব দূর করাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বেকারত্ব দূর করতে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এলডিসি গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ আরও বাড়বে।

এতে জানানো হয়, স্টার্টআপের জন্য ১০০ কোটি টাকার নতুন তহবিল গঠনে কেন্দ্রীয় ব্যাংকের সাথে আলোচনা হয়েছে। এর বাইরে বেসরকারি বিভিন্ন উৎস থেকে আসতে পারে আরও ৩ কোটি ডলার। এটি ব্যবহার করা গেলে ব্যবসার অনেক ভালো আইডিয়া সামনে আসবে বলেও মনে করে বিডা।

বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, এফডিআই টানতে বরাবরই বিপুল অঙ্কের বিনিয়োগকে প্রাধান্য দিয়েছে বাংলাদেশ। ফলে ছোট উদ্যোক্তারা সামনে আসতে পারেনি। সে পরিস্থিতি বদলাতে সরকারের সব দফতরের মাঝে সমন্বয় আনার চেষ্টা চলছে।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব