চুয়াডাঙ্গার বিতর্কিত সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিনের বিরুদ্ধে ওঠা নানান অভিযোগের তদন্ত করছে স্বাস্থ্য বিভাগ। তার ব্যক্তিগত ক্লিনিক ‘ডক্টরস কেয়ার অ্যান্ড স্পেশালাইজড’ হাসপাতালে সরেজমিন তদন্তের কথা জানিয়েছেন তদন্ত কমিটির সভাপতি ডা. আব্দুল মান্নান।
যমুনা নিউজকে ডা. আব্দুল মান্নান জানিয়েছেন, ডা. হাদীর বিরুদ্ধে যত অভিযোগ তার সবকিছু নিয়েই তদন্ত চলছে। বৃহস্পতিবার থেকে চুয়াডাঙ্গায় তারা সরেজমিন তদন্ত শুরু করবেন। আজ মঙ্গলবার (১৫ জুলাই) আলমডাঙ্গা উপজেলায় তার ব্যক্তিগত ক্লিনিকে গিয়েছেন তারা।
উল্লেখ্য, সম্প্রতি ডা. হাদীর দুর্নীতি নিয়ে ২ পর্বের অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। ২০২৪-এ তিনি আলমডাঙ্গা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা থাকা অবস্থায় অবৈধভাবে ওই হাসপাতাল চালু করেন। সরকারি হাসপাতালের রোগীদের তিনি পাঠাতেন নিজের ক্লিনিকে।
৫ আগস্টের পর ওই জেলারই সিভিল সার্জন করা হয় তাকে। সবশেষ স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগও তার বিরুদ্ধে। পরে ওই পরীক্ষার ফলাফল ৬ মাসের জন্য স্থগিতের আদেশ দেন হাইকোর্ট।